মেসির আগমনে বিশৃঙ্খলায় পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী
মেসির আগমনে বিশৃঙ্খলায় পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

পশ্চিমবঙ্গের কলকাতায় ফুটবল সুপারস্টার লিওনেল মেসির ভারত সফরের শুরুটা হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। মেসিকে এক ঝলক দেখার আশায় বিপুলসংখ্যক দর্শক হাজির হন শহরের সল্টলেক স্টেডিয়ামে। তবে অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠে। এর জেরে মঙ্গলবার পদত্যাগের প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন। এরইমধ্যে অরূপ বিশ্বাসের সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।