প্রকাশিত :
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:৫১:২৫
পশ্চিমবঙ্গের কলকাতায় ফুটবল সুপারস্টার লিওনেল মেসির ভারত সফরের শুরুটা হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। মেসিকে এক ঝলক দেখার আশায় বিপুলসংখ্যক দর্শক হাজির হন শহরের সল্টলেক স্টেডিয়ামে। তবে অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠে। এর জেরে মঙ্গলবার পদত্যাগের প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন। এরইমধ্যে অরূপ বিশ্বাসের সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সল্টলেক স্টেডিয়ামে কী ঘটেছিল?
অনুষ্ঠান চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকরা প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন এবং স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর করেন। অভিযোগ, উচ্চমূল্যের টিকিট কিনেও তারা মাঠে কিংবা বড় পর্দায় লিওনেল মেসিকে দেখতে পাননি।
অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এই ফুটবলারকে ঘিরে রয়েছেন কড়া নিরাপত্তারক্ষী, ভিআইপি অতিথি ও ক্যামেরাপারসনরা। দর্শকদের অভিযোগ, এত লোকের ভিড়ে স্ট্যান্ড থেকে মেসিকে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
সরকারের পদক্ষেপ
ঘটনার পর রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা শুরু করা হয়েছে। ১৫ ডিসেম্বরের প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ নোটিস দেওয়া হয়েছে। বেসরকারি আয়োজকদের সঙ্গে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে তাকে।
একইভাবে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ নোটিস দিয়ে সল্টলেক স্টেডিয়ামে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থাপনায় তার কমিশনারেটের ভূমিকা ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অনীশ সরকার, আইপিএস-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।