পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ ইস্যু শুধুমাত্র রাজ্যেরই নয় ‘জাতীয় স্তরে নিরাপত্তার’ জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, এই অনুপ্রবেশকারীদের ‘আশ্রয়’ দিচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসাম, ত্রিপুরা, কাশ্মীর এবং পাঞ্জাব সীমান্তে ‘অনুপ্রবেশ রোখা গেলেও’ পশ্চিমবঙ্গে তা হয়নি।
তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। রাজ্যের বিজেপি নেতৃত্বকে পাশে নিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেন তিনি।
আসন্ন বিধানসভা ভোটের আবহে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে (এসআইআর) কেন্দ্র করে উত্তেজনার পারদ যখন ক্রমশ চড়ছে, ঠিক সেই সময়েই পশ্চিমবঙ্গ সফরে এসে মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন অমিত শাহ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও পাল্টা জবাব দিয়েছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক জনসভা থেকে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, যদি অনুপ্রবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা হয়ে থাকে, তাহলে পেহেলগামের ঘটনা কেন ঘটল?
তার আরও অভিযোগ, বিজেপি যদি বাঙালিদের মন পেতে চায় তাহলে ওড়িশাসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে কেন বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসছে।
সামনের বছর বিধানসভা ভোটের আগে অমিত শাহ ও মমতা ব্যানার্জীর এই অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে আপাতত সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।
তথ্যসূত্র: বিবিসি বাংলা