নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত যে সব শিক্ষক নিজ জেলায় নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় না আনার প্রস্তাব করা হয়েছে। এর পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রায় সব কর্মকর্তা ইতিবাচক সম্মতি দিয়েছেন। ফলে সংশ্লিষ্টরা মনে করছেন, নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ রয়েছে।