ব্যবসায়ী সমাজে উত্তেজনা, তদন্ত দাবি সচেতন মহলের
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-তে ভোট ছাড়াই নেতৃত্ব দখলের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না করেই একটি প্রভাবশালী মহল চেয়ার দখলের চেষ্টা করে, যার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চেম্বার কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
শনিবার সকাল থেকেই চেম্বার ভবনে প্রবেশাধিকার বন্ধ করে দেন সাধারণ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।
ঘটনার পেছনের পটভূমি
বগুড়া চেম্বারের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন নিয়ে নানা জটিলতা দেখা দেয়। অভিযোগ রয়েছে, একটি পক্ষ গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন ছাড়াই নেতৃত্ব নেওয়ার চেষ্টা করে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন অনেক সদস্য।
চেম্বারের একজন সাবেক পরিচালক বলেন,
আমরা ভোটের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের পক্ষে। কাউকে জোর করে বসাতে দেওয়া হবে না।
ব্যবসায়ী সমাজে উদ্বেগ
এ ঘটনায় বগুড়ার ব্যবসায়ী মহলে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকে আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দীর্ঘ হলে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, “চেম্বারের অভ্যন্তরীণ বিষয় হলেও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নির্বাচনের দাবিতে আন্দোলন
চেম্বারের সাধারণ সদস্যদের একটি অংশ দাবি তুলেছে,
গঠনতন্ত্র অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিন। ব্যবসায়ী সমাজকে বিভক্ত করবেন না।
তারা প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।