খারাপ আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকাটিতে ছিলেন প্রায় ১৫০ জন, নিহতদের অধিকাংশই ইথিওপীয় নাগরিক
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১:৪১:৪১
ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম-এর ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানান, এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে আসা এসব মানুষ উপসাগরীয় আরব দেশগুলোতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নৌকাডুবির স্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় খানফার জেলার উপকূল। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ৫৪ জনের মরদেহ উপকূলে ভেসে এসেছে এবং আরও ১৪টি মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইওএম-এর তথ্যানুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন উপকূলে এমন দুর্ঘটনায় বহু অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন অনেক অভিবাসীর জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেখানে তাদের ঝুঁকিপূর্ণ যাত্রার শিকার হতে হয়।