চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন চিকিৎসাবিজ্ঞানী।
সোমবার বাংলাদেশ সময় বিকেলে ইডেনের স্টকহোম থেকে ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
নোবেল পাওয়া তিনজন হলেন- মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চলতি বছর তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
এদের মধ্যে মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাগাগুচি জাপানের নাগরিক।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ যৌথভাবে তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নোবেল জুরি জানিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য এবছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।