প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৫, ৯:৪১:০৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে শ্রীনগরের দক্ষিণাংশের নওগাম এলাকার একটি থানায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এনডিটিভির বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের সদস্য, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা, একজন নায়েব তহশিলদারও রয়েছেন।
রয়টার্স তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। জম্মু ও কাশ্মীর পুলিশও রয়টার্সকে কিছু বলেনি।
এর আগে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, নওগাম থানায় একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন গোটা থানা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এই বিস্ফোরণ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঠিক চার দিন পর ঘটল। সেই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন। ওই ঘটনাকে ভারত ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করে।