যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে থাকে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা গ্রহণকারী অভিবাসী পরিবারগুলোর একটি পরিসংখ্যান তুলে ধরেন। যুক্তরাষ্ট্র সরকার অভিবাসীদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।
ট্রাম্পের দেওয়া এই পরিসংখ্যানে ১২০টি দেশ ও অঞ্চলের তথ্য তুলে ধরা হয়েছে। এতে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশই অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভারতকে কেন এই তালিকার বাইরে রাখা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেছে ভুটানি অভিবাসী পরিবারগুলো—৮১.৪ শতাংশ। এর পরেই রয়েছে ইয়েমেনি পরিবার—৭৫.২ শতাংশ; এবং সোমালি পরিবার—৭১.৯ শতাংশ।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের ৬৮.১ শতাংশ, পাকিস্তানের ৪০.২ শতাংশ ও নেপালের ৩৪.৮ শতাংশ পরিবার মার্কিন সরকারের এই সহায়তা গ্রহণ করে থাকে।