ইরানে সরকার পতনে সমর্থনের ইঙ্গিত দিলেও দেশটির নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভিকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ওয়াশিংটন এই বার্তা দিল যে, বর্তমান ইরান সরকারের পতন ঘটলেও দেশটির ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে কাউকে এখনই সমর্থন দিতে তারা প্রস্তুত নয়।
বৃহস্পতিবার ‘দ্য হিউ হিউইট শো’ নামক এক পডকাস্টে ট্রাম্প বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ-এর ছেলে রেজা পাহলভি একজন ‘ভালো মানুষ’। তবে বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে বৈঠক করা সমীচীন হবে না। ট্রাম্প বলেন, আমি মনে করি আমাদের সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং দেখা উচিত শেষ পর্যন্ত কে সামনে আসে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করা উপযুক্ত কাজ হবে বলে আমি নিশ্চিত নই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভির সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে ইরানে চলমান গণবিক্ষোভের মুখে পাহলভি একটি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ গঠনের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র এখনই সেই প্রস্তাবে সায় দিচ্ছে না।
এদিকে, অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও ইরান বর্তমানে কোণঠাসা। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন, হিজবুল্লাহর দুর্বল হয়ে পড়া এবং সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডো অভিযানে আটকের ফলে তেহরানের মিত্রবলয় প্রায় ভেঙে পড়েছে।