মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ না করার বিষয়ে যুক্তরাজ্যের অবস্থানকে কেন্দ্র করে দেশটির ওপর ক্ষুদ্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিষয়টি নিয়ে আবুধাবি এতটাই ক্ষুদ্ধ যে নিজ দেশের নাগরিকদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশটি।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে ইউএইর উচ্চশিক্ষা মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করে। তালিকায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইসরায়েল ও ফ্রান্সের বিশ্ববিদ্যালয় থাকলেও যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠান স্থান পায়নি।
সেখানে বলা হয়, এই তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য সরকারি বৃত্তি দেওয়া হবে না এবং সেখানকার ডিগ্রিও স্বীকৃতি পাবে না। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য ইউএইর ২১৩ জন শিক্ষার্থী ভিসা পেয়েছেন। এটি আগের বছরের তুলনায় ২৭ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় ৫৫ শতাংশ কম।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের ক্যাম্পাসগুলোতে ইসলামপন্থী চরমপন্থা ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে ইউএই কর্তৃপক্ষ উদ্বিগ্ন। ২০১১ সালের আরব বসন্তের পর থেকে ইউএই রাজনৈতিক ইসলামের প্রভাব সীমিত করার চেষ্টা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে ইউএই দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আসছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার গত বছর জানিয়েছিল, বিষয়টি ‘ঘনিষ্ঠভাবে পর্যালোচনার’ মধ্যে রয়েছে। তবে ২০১৫ সালের এক সরকারি পর্যালোচনায় বলা হয়, যুক্তরাজ্যে বা যুক্তরাজ্যের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ের আরেকটি বড় ফাটল। এর আগে আবুধাবি–সমর্থিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকা কেনার চেষ্টা, সুদানে আধাসামরিক বাহিনীকে সমর্থনের অভিযোগ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিরোধ দেখা দেয়।
এদিকে, ডানপন্থী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ ক্ষমতায় এলে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। গত বছর ইউএই সরকারের অর্থায়নে তিনি দেশটি সফর করেন বলেও সংবাদমাধ্যমে জানা গেছে।