আপডেট :
০৭ জুলাই ২০২৫, ৬:০৩:৩১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে, নিখোঁজ রয়েছেন ৪১ জন। কয়েকদিনের টানা মৌসুমি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে গুয়াদালুপে নদী সংলগ্ন অঞ্চল। শুক্রবার রাত থেকে পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দুর্যোগ।
কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেকেই স্থানীয় বাসিন্দা, আবার কেউ কেউ ছিলেন গ্রীষ্মকালীন শিশু-ক্যাম্পের অংশগ্রহণকারী। নদীর তীরে থাকা ওই ক্যাম্পটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায়। একই সঙ্গে নিখোঁজ থাকা ৪১ জনের মধ্যে বেশিরভাগই ওই ক্যাম্পের শিশু ও কিশোরী।
মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পানি বৃদ্ধি!
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, বৃষ্টির মাত্রা এতটাই প্রবল ছিল যে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যায়। দ্রুতগতির পানির স্রোত অনেক ঘরবাড়ি ও যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। অনেকে আশ্রয়ের জন্য গাছে বা ছাদে আশ্রয় নেন।
মধ্যরাতেই আসে বিপদ, প্রস্তুতি ছিল না
কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, দুর্যোগ শুরু হয় রাত ৩টার দিকে। রাডারে পানি বৃদ্ধির কোনো পূর্বাভাস না থাকায় প্রস্তুতির সুযোগ মেলেনি। ‘দুই ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল প্লাবিত হয়ে যায়। এমন দ্রুতগতির দুর্যোগ আগে দেখা যায়নি,’ বলেন তিনি।
জোরদার উদ্ধার অভিযান চলছে
দুর্যোগ মোকাবিলায় ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন ও কয়েকশো উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের খোঁজে গাছ, নদী ও আশেপাশের বনাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছে। কিছু মানুষকে গাছের ডালে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জরুরি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টি ও আশপাশের এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ১০৫ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।