প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৫:১৭
মহান বিজয় দিবস উপলক্ষে এশিয়ান জার্নালিস্ট অ্যান্ড হিউম্যান রাইটস এক্টিভিস্ট ফোরামের (এজেএইচআরএফ) আয়োজনে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিজয় দিবস উদযাপন, বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার ও সাংবাদিকতার আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর।
এম এম ইকবাল আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রশাসন সচিব এ এফ এম সোলাইমান।
মানবসেবা ও রেমিটেন্সের মাধ্যমে অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় এস এম হুমায়ুন পাটওয়ারীকে। তিনি কানাডা বিএনপির (পশ্চিম) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল বাংলাদেশ এলায়েন্স ফর হিউম্যান রাইটসের কোঅর্ডিনেটর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্ট ফাউন্ডেশনের (আইএমএফ) মহাসচিব, মাবিয়া নজির ফাউন্ডেশন ফেনী ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
আরও যেসব গুনীজন ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন তারা হলেন, কিংবদন্তি সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, সাবেক মহা হিসাব নিরীক্ষক ও সিনিয়র সচিব মাসুদ আহমেদ, বীর বিক্রম লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, জার্মান প্রবাসী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুন নেছা পিয়ারী, মৎস্য বিভাগের মহাপরিচালক ড. আবদুর রৌফ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারী আইয়ুব ভুইয়া, সুইজারল্যান্ডের উদ্যোক্তা ব্যবসায়ী আনিস খান, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও আলম আরা মিনু ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাঈদুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষা এবং সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ ছাড়া বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।