তাকাফুল গ্রাহক এবং জনসাধারণের মাঝে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেবাসমূহ এবং শরি’আহ্-ভিত্তিক তাকাফুল ধারণা সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাভাস গ্রুপ বাংলাদেশ ইমপ্রেস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর আয়োজিত হয়।
অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কাজী সামিরুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, ইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা শামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন।
হাভাস গ্রুপ বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল এইচ. চৌধুরী, ডিরেক্টর–প্ল্যানিং তাসমিন শাহাদত ডোরা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান ব্র্যান্ড উন্নয়ন, যোগাযোগ কৌশল এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে একসঙ্গে কাজ করবে। এর ফলে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সেবাসমূহ সম্ভাব্য গ্রাহকদের কাছে আরও সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম. এম. মনিরুল আলম বলেন, ‘এই সহযোগিতা আমাদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের সেবার ইতিবাচক দিকগুলো মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরা যাবে।’
অন্যদিকে, মাজহারুল এইচ. চৌধুরী বলেন, ‘বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানটির রূপকল্প ও অভিলক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও কার্যকর যোগাযোগ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’