খাগড়াছড়ি গুইমারা রামসু বাজারের সহিংসতার ঘটনায় নিহত, আহত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অর্ধকোটি টাকার মানবিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গত ২৮ সেপ্টেম্বরে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত, ক্ষতিগ্রস্ত ও আহতদের মধ্যে এই নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, অতিরিক্ত জেলা মেজিস্টেট হাসান মারুফ, জেলা পরিষদের প্রশাসক নোমান হোসেন, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশাপ্রু মারমা। এছাড়া গুইমারা উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা রামসু বাজারের সহিংসতার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন। সেসঙ্গে আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আগের মতো সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।