বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) খুন হন। নিহত তোজাম্মেল ওই ইউনিয়নের মৃত ওসমান মোল্লার ছেলে ছিলেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) ও কামরুজ্জামানের ছেলে মিশু (২৭)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং বিশু আকন্দের ছেলে আশিক (২৮)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬), মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) এবং আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদারকে (২৯) খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি পিন্টু ওরফে মাজেদুর রহমান উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।