আপডেট :
১৪ নভেম্বর ২০২৫, ১০:৫১:৪০
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় থানা এলাকায় চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও চালকের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক।
কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে মেরিনার্স রোডে চেকপোস্ট স্থাপন করা হয়।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে সন্দেহজনক প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে চালক চেকপোস্টের কিছুদূর আগে গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। যানজটের কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ গাড়িটি হেফাজতে নেয়।
পরে স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালালে ব্রেক-ঢালার ভেতরে লুকানো একটি কালো ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ব্যাগে থাকা দশটি বড় প্যাকেটে প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ ইয়াবা ছিল।
পুলিশ জানায়, পলাতক চালক ও প্রাইভেটকারটির মালিককে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।