প্রকাশিত :
১৫ নভেম্বর ২০২৫, ৯:১৮:০৬
ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তুলেছেন এক নবদম্পতি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ এবং দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে ব্যতিক্রমী এই ছবি তোলেন। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
অনেকে ছবিতে মন্তব্য করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জেআর রিয়াদ নামে একজন মন্তব্যের ঘরে লেখেন ‘দাম্পত্য জীবন সুন্দর হোক এবং রিভিউ চাই’।
সৈয়দ আবদুল্লাহ আল মামুন নামে একজন লেখেন, ‘দাম্পত্যে রিভিউ চাই না, যেন চার হাত এক উইকেটে কেটে দিতে পার। সারা জীবন এই শুভকামনাই রইল।’
ছবির ব্যাখ্যায় বর আদনান সোহাগ বলেন, প্রত্যেক মানুষেরই একজন পছন্দের প্রার্থী থাকে। যিনি সাধারণ মানুষের পাশে থাকেন, সে মানুষটা মনোনয়ন না পাওয়ায় কষ্ট পেয়েছি। তাই দলের শীর্ষ নেতাদের নজরে আনতেই বিয়ের ফাঁকেই এ ছবি তুলেছি। ফেনী সদর আসনে রিভিউ হোক আমরা এটাই চাই।
ফেনী–২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তবে মনোনয়ন রিভিউয়ের দাবিতে বাকি প্রার্থীরা বিভিন্নভাবে সরব রয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (৭ নভেম্বর) ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেট আম্পায়ারের ভঙ্গিতে হাতে ‘রিভিউ’ ইঙ্গিত করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তার এই ব্যতিক্রমী প্রতিবাদ সারাদেশব্যাপী আলোচনার জন্ম দেয়।