চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেটকার। এতে নিচে থাকা এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ এ তথ্য নিশ্চত করেছেন।
পুলিশ জানিয়েছে, ‘গাড়িটির ছিটকে পড়ার স্থানে বাঁক রয়েছে। এক্সপ্রেসওয়ের রেলিংয়ের ওপর দিয়ে দ্রুতগতিতে যাওয়ায় গাড়িটি নিচে পড়ে যায়।’