আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল ও সমাবেশ হয়েছে। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মোস্তাফিজুর রহমান বাবুলের পরিবর্তে সাবেক জনপ্রশাসন সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
আজ রোববার বিকেলে মেলান্দহ উপজেলা শহীদ মিনার চত্বরে এই গণজামায়েত অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চার রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে এ কে এম ইহসানুল হক মঞ্জু বলেন, ‘মেলান্দহ–মাদারগঞ্জ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন যথাযথ হয়নি। যোগ্য প্রার্থী মনোনয়ন না পাওয়ার কারণে বারবার এ আসনে দলীয় বিজয় ব্যাহত হয়েছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা ও দলের স্বার্থে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি।’
সাবেক এই সচিব আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য, যোগ্য এবং জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে। মেলান্দহ ও মাদারগঞ্জবাসীর এই দাবি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে গেছে। এখন শুধু সঠিক সিদ্ধান্তের অপেক্ষা।
সমাবেশে বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আজম খান, রেজাউল করিম রেজা ও ছাত্রদল নেতা জনি বক্তব্য দেন। বক্তারা স্লোগানে স্লোগানে সাবেক সচিব ইহসানুল হক মঞ্জুকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে জামালপুর-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এই মনোনয়নের বিরোধিতা করে স্থানীয় বিএনপির বড় একটি অংশ সাবেক সচিব মঞ্জুর পক্ষে অবস্থান নিয়েছে।