আগামী ২ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠেয় সমমনা ৮টি ইসলামী দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে প্রস্তুতি সভা করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ রোববার বিকেলে পিরোজপুর শহরের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের জনশক্তি নিয়ে এই মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮টি দল। দলগুলোর নেতারা জানিয়েছেন, এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ, যেখানে শীর্ষ নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা মো. ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য ড. আব্দুল্লাহিল মাহমুদ, ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা মো. আমির হোসেন, নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদ, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, কাউখালী উপজেলা আমির মাওলানা মো. নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমির আফজাল হোসাইন, সদর উপজেলা আমির ছিদ্দিকুর রহমান, পৌর আমির ইসাহাক আলী খান প্রমুখ।