গাইবান্ধা জেলা কারাগারে বন্দী অবস্থায় তারিক রিফাত (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে চারটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিএসসির ছেলে।
কারা সূত্র ও পুলিশ জানায়, ২০২২ সালে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা একটি মামলায় গত ১৭ অক্টোবর তারিক রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। আগে থেকেই তিনি হৃদ্রোগে ভুগছিলেন। গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় তাঁকে বগুড়া ও রংপুরে এক মাসের বেশি সময় চিকিৎসা দেওয়া হয়। আজ দুপুরে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারিক রিফাত ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এবং ২০২৪ সালে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে পুরস্কার পেয়েছিলেন। ২০২১ সালে ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তাঁকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।