আপডেট :
০৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫৫:৩৮
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ায় পরকীয়া সম্পর্কের জেরে আয়নাল শেখ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দেশীগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল শেখ। তিনি তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগারি গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন- একই গ্রামের বাহের আলীর দুই ছেলে জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল শেখের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার বিকেলে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে আয়নাল সাকিরুনের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে মারধর করেন।
প্রাথমিক হামলার পর গুরুতর আহত আয়নাল নিজের পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে ফের গেলে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি আরও মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’