মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ হানা দিয়েছে যশোরে। কনকনে শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় কাঁপন লেগেছে হাড়ে। গত কয়েকদিন ধরে কুয়াশা ও বাতাসের দাপটে পৌষের দ্বিতীয় সপ্তাহেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই অঞ্চলে।
শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর আবহাওয়া অফিস। সকাল থেকে দেখা নেই সূর্যের। সপ্তাহ জুড়ে ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ফলে শীত জেঁকে বসেছে। কনকনে ঠাণ্ডায় মানুষের হাত পা অবশ হয়ে যাচ্ছে।
যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপামাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে তারা উপার্জনের সন্ধানে যেতে পারছেন না। তারপরও অনেকেই বাধ্য হয়ে কাজের উদ্দেশ্যে ছুটছেন। তবে ঘর থেকে বের হয়েও কাজ মিলছে না শ্রমজীবী মানুষের।