বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, শনিবার মোর্শেদ মিল্টন ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের নামেও মনোনয়নপত্র কেনা হয়েছে।
বগুড়া-৭ আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিধন্য ও বিএনপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বরাবরের মতো এবারও এই আসনে খালেদা জিয়ার পক্ষে স্থানীয় নেতারা ইতোমধ্যে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদাভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জানা যায়, আইনি জটিলতা বা কোনো বিশেষ পরিস্থিতিতে মূল প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে যেন দলের প্রতিনিধিত্ব থাকে, সেই কৌশলের অংশ হিসেবেই সম্ভবত এই ‘বিকল্প’ মনোনয়ন।