জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে নগরীর ডিসির মোড় শহীদ হাদী চত্বরে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শহীদ ওসমান হাদিকে হত্যার মাস্টারমাইন্ডসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এসময় আন্দোলনকারীরা ‘বিচার বিচার বিচার চাই-হাদি হত্যার বিচার চাই’, ‘আর নয় প্রতিরোধ-এবার হবে প্রতিশোধ’, ‘দিল্লি যাদের মামা বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি’, ‘পেতে চাইলে মুক্তি-ছাড়ো ভারত ভক্তি’, ‘সুশীলতার দিন শেষ,-বিচার চাই বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে?-হাদি হাদি’, ‘ভারতের আগ্রাসন-রুখে দাও জনগণ’, ‘লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার’, ‘আমরা সবাই হাদি হব-গুলির মুখে কথা কব’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক রহমত আলী, সাবেক মুখপাত্র খন্দকার নাহিদ হাসান, জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব হাজিম উল হক, যুগ্ম সদস্য সচিব ফারহান তানবীর ফাহিম, সংগঠক মাহবুব হাসান তন্ময়, সীমান্ত ইসলামসহ অন্যরা অংশ নেন।
হাদি হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তার করাসহ দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। আমরা তার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছি। ওসমান হাদির খুনিরা ভারতে অবস্থান নিয়েছে। ভারত সরকারের প্রতি আহ্বান, এইসব খুনিদের দেশে পাঠিয়ে দেন। না হলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে ভারত খুনিদের আশ্রয় দাতা, পাহারাদার।
বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন অব্যহত থাকবে। যদি অর্ন্তবর্তী সরকার খুনিদের বিচার না করে, তবে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো আরেকটি আন্দোলন গড়ে উঠবে। সরকার যত দেরি করবে, পতনের আওয়াজ ততই ছড়িয়ে পড়বে। সারাদেশের ছাত্র-জনতা তখন রাজপথে নেমে আসলে এই সরকারেরও পালানোর পথ ছাড়া অন্য কোন উপায় থাকবে না।
জাতীয় ছাত্রশক্তির মহানগরের সদস্য সচিব হাজিম উল হক বলেন, বর্তমান সরকার জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাইযোদ্ধাদের জীবন হুমকির মুখে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না। যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা সরকারের কোনো উপদেষ্টার প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারি না। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী হাদি হত্যার আসামিদের আড়াল করার চেষ্টা করছে। আগে হাদির হত্যাকারীদের বিচার তারপর নির্বাচন হবে।
এদিকে, আজ সারাদেশে বিভাগীয় শহরগুলোতে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি থাকলেও রংপুরে জনভোগান্তি লাঘবে সড়ক অবরোধ না করে হাদি চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা।