ভোলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে কোস্টগার্ড।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা সিরাজ গোলদারের ছেলে বলে জানা গেছে।
এদিন রাত সোয়া ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩ টায় কোস্টগার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সালমান গোলদারকে (৩০) আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক করা ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।