বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন নোট ছেড়েছে। প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে এসেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে এই নোট বাজারে ছাড়া হয়েছে। প্রথম ধাপে এদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য অফিস থেকেও এটি বিতরণ শুরু হবে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে। এ পর্যায়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ৪ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেওয়া হবে।
নতুন এই নোটের ক্ষেত্রে আসল-নকল চেনার জন্য বাংলাদেশ ব্যাংক আগেভাগেই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। যে ১০টি নিরাপত্তা বৈশিষ্ট্য দেখে জাল নোট চেনা যাবে:
১. রঙ পরিবর্তনশীল কালি: নোটের সম্মুখভাগের ডানদিকে কোণায় মুদ্রিত মূল্যমান '500' রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালিতে মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরের কোণাকুনিভাবে মুদ্রিত '৫০০' লেখা দৃশ্যমান হয়।
২. পেঁচানো নিরাপত্তা সুতা: বামপাশে ৪ মি.মি. চওড়া লাল রঙ ও উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি কাত করলে লাল অংশ সবুজে রূপ নেয়, যেখানে '৫০০ টাকা' খচিত দেখা যায়। স্বর্ণালী অংশটি রেইনবোর রঙে ওপর থেকে নিচে চলতে দেখা যায়।
৩. স্পর্শে অনুভব: নোটের সম্মুখভাগের কেন্দ্রীয় শহীদ মিনার, প্রতিশ্রুত বাক্য, বাংলা ও ইংরেজিতে মূল্যমান এবং ডানদিকে আড়াআড়িভাবে মুদ্রিত ছয়টি লাইন হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে।
৪. দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফিচার: নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে সহজে শনাক্ত করা যায়।
৫. ইউভি ফ্লোরোসেন্স: নোটের মাঝখানে শাপলা ফুলের ছবি ইউভি ডিটেক্টর মেশিনে মেজেন্ডা রঙে জ্বলে উঠবে।
৬. সিকিউরিটি ফাইবার: নোটের কাগজে থাকা লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য তন্তু ইউভি ডিটেক্টর মেশিনে দৃশ্যমান হবে।
৭. সি-থ্রু ইমেজ: গভর্নর স্বাক্ষরের ডানপাশে '৫০০' মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
৮. গুপ্ত লেখা: নোটের নিচের দিকের বর্ডারের সবুজ ডিজাইন অংশে গুপ্তভাবে '500' লেখা আছে, যা নোটটি অনুভূমিকভাবে ধরলে দেখা যায়।
৯. মাইক্রোপ্রিন্ট: নিরাপত্তা সুতার বামপাশে ও 'BANGLADESH BANK' লেখাটির নিচে মাইক্রোপ্রিন্ট হিসেবে উলম্বভাবে 'BANGLADESH BANK' লেখা পুনঃ পুনঃ মুদ্রিত রয়েছে (যা শুধু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে)।
১০. ইউভি কিউরিং ভার্নিশ: নোটটির উভয় পৃষ্ঠে ইউভি কিউরিং ভার্নিশ সংযোজন করা হয়েছে, ফলে নোটটি চকচকে অনুভূত হবে এবং বাড়তি স্থায়িত্ব পাবে।