প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৯:২৯
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না—তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
এর আগে, ওসমান হাদির মৃত্যুর পর গতকাল বৃহস্পতিবার নিপুন হাজরা নামে ফেসবুক আইডির ব্যবহারকারী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে নিয়ে এক পোস্টে বলেন, ‘ওসমান হাদি মারা গিয়েছে ... মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা ... বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা ...’।
ওই পোস্টের কমেন্টে এনাম মেডিকেলে মেডিসিনের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ বলেন, ‘No need to be unnecessarily diplomatic. সে (ওসমান হাদি) একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।’
জবাবে নিপুন হাজরা বলেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।’
এই কথার মন্তব্যে ডা. তাজিন বলেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেসে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি ৩২ নম্বর ভাঙ্গার কারিগর, এটাই দুঃখ।’
এর আগেও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন ডা. তাজিন।