প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ৭:৫৪:২৮
হলিউডের হার্টথ্রব অভিনেতা টম ক্রুজ। প্রায় তিন দশক ধরে যিনি ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সেই ‘লাস্ট গ্রেট মুভি স্টার’-এর ঝুলিতে অবশেষে যুক্ত হলো তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
এর আগে চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন। এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এই পুরস্কার তুলে দেন।
টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’
রোববার রাতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের ১৬তম গভর্নর পুরষ্কার অনুষ্ঠানে তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক অস্কার গ্রহণ করার সময় প্রবীণ অভিনেতা-প্রযোজক এবং পরিপূর্ণ চলচ্চিত্র তারকা টম ক্রুজ বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ আমার কাজ নয়, আমিই আমার ব্যক্তিত্ব।’