প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১০:১০:১০
‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সামনে তুলে ধরতে তার লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ক্যাম্পেইনও।
বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, শবনম বুবলি, সাফা কবির ও তমা মির্জাসহ অনেক তারকা, নির্মাতা তানজিয়া জামান মিথিলার জন্য ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন। ৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই তানজিয়া জামান মিথিলা। আর প্রথমবারের মতো কোনো বাংলাদেশির ‘মিস ইউনিভার্সে ইতিহাস তৈরির সম্ভাবনা’ নিয়েও চলছে জোর আলোচনা। এই মিথিলা সম্পর্কে আপনি কতটা জানেন?
১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হয়েছে এবারের ৭৪তম মিস ইউনিভার্স। এই প্রতিযোগীদের মধ্যে ভোটিং তালিকায় বর্তমানে শীর্ষে উঠে এসেছে মিথিলার নাম। মূলত পিপলস চয়েজে দেশবাসীর ভোটের কারণে তার এই শীর্ষে আসা। ফলে দেশবাসীর কাছে কৃতজ্ঞতায় মাথা নুয়েছেন তিনি। জানিয়েছেন, এই ভালোবাসার ঋণ শোধ করার নয়। আমৃত্যু দেশের মানুষের কল্যানে নিজেকে নিবেদিত করবেন তিনি।
মিথিলা গণমাধ্যমকে বলেন, ‘ভোট এখনই থামানো যাবে না। শেষদিন পর্যন্ত ভোট চালিয়ে যেতে হবে। আমার বিশ্বাস সবার ভালোবাসা নিয়ে বাংলাদেশ জয়ের মুকুট নিয়েই ফিরবে।’
সোমবার (১৭ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে মিথিলা জানান, আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। ফিলিপাইনের এখন আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না প্লিজ এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দিন।
দেশে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত তানজিয়া জামান মিথিলা। মডেলিংয়ে সুপরিচিত হলেও ২০১৯ সালের ডিসেম্বরে ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় করেন তিনি।
দেশ-বিদেশের অনেক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিথিলা। ২০১৯ সালে ‘ফেস অব বাংলাদেশ’ ও ‘ফেস অব এশিয়া ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। একই বছর ‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’-এর মুকুটও জিতেছিলেন তিনি, যদিও পরে মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ২০২০ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন তিনি, কিন্তু সময় স্বল্পতা ও করোনা পরিস্থিতিতে মূল আসরে যাওয়া হয়নি।
এবার তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে গত অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন তিনি।
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্সের জমকালো গ্র্যান্ড ফিনালে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিলেও, ভোটিংয়ে মিথিলার এই সাফল্যকে মিস ইউনিভার্সে বাংলাদেশের জন্য নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।