আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় দৃশ্যটি থাকছে। নায়ক–নায়িকার ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর একরকম হইচই পড়ে। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখিও হয়। অবশেষে ভাইরাল ওই দৃশ্যটি নিয়ে মুখ খুললেন ঐশী।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার; মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া যায়। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
গল্পের প্রয়োজনে পরিচালক রায়হান রাফী দৃশ্যটির শুটিং করেছেন। তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালীয় নাকি প্রচারণা পরিকল্পনার অংশ, তা জানা যায়নি।

দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে।
দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে নায়িকা ঐশী বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’
তার ভাষায়, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’
বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ। আর ‘নূর’ মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর।