বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর কনসার্টে পারফরম্যান্স চলাকালে আচমকা হেনস্তার শিকার হন। রোববার রাতের ওই অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় গান পরিবেশন করছিলেন। সেসময় এক যুবক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চে উঠে তাকে কোলে তোলার চেষ্টা করে।
তবে আকস্মিক ঘটনায় কনিকা কিছুটা হতবাক হলেও গান থামাননি। দ্রুত নিরাপত্তাকর্মীরা ছুটে এসে ওই যুবককে নামিয়ে দেয়।
দর্শকরা জানান, ওই রাতে হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রকাশ্য কনসার্টে নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
একজন নেটিজেন লিখেছেন, ‘হাজার মানুষের মাঝেও যদি একজন নারী নিরাপদ না হন, তবে একা চলাচল কতটা ভীতিকর তা ভাবা যায়।’
‘বেবি ডল’ ও ‘চিটিয়া কালাইয়া’-খ্যাত এই গায়িকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ঘটনাটি শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।