টানা এক বছরের বিরতি ভেঙে নতুন রূপে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। একটি নয়, বরং জোড়া সিনেমা দিয়ে কাজে ফিরছেন তিনি। চলতি মাসেই দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সিনেমার জন্য ফিট হতে এখন থেকে নিয়মিত জিমে যাওয়াও শুরু করেছেন। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার।
নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ ও নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে। অন্যদিকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন অপু। দুইটি সিনেমা নিয়েই আশাবাদী নায়িকা।
সিনেমার শুটিং প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিং শুরু হবে। সিনেমা নিয়ে কিছু বলতে চাইছি না। দর্শকদের একটা কথাই বলবো, অপু বিশ্বাসের কাজ অনেক দেখেছেন, অপু বিশ্বাস সম্পর্কে দর্শকরাও অনেকটা জানেন, বুঝেন তবে এবার সিনেমার পর্দায় ভিন্ন অপু বিশ্বাসকে খুঁজে পাবে দর্শক।
অপু বিশ্বাস আরও বলেন, আমি বিশ্বাস করি, সিনেমাগুলো যখন হলে আসবে, আপনারাই যখন রিভিউ করবেন তখন আমার এ কথার সঙ্গে মিল পাবেন।
নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা পান। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ অভিনেত্রীকে।