মাঠের বাদশা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন এক জগতে ঝড় তুলতে চলেছেন। ফুটবলের ইতিহাসে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠা করা এই পর্তুগিজ মহাতারকা এখন হাজির হতে চলেছেন হলিউডের অ্যাকশন ব্লকবাস্টার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ।
সম্প্রতি সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে দেখা গেছে রোনালদোকে। ইনস্টাগ্রামে ভিন ডিজেল পোস্ট করে লিখেছেন, ‘সবাই জিজ্ঞেস করছিল, রোনালদো কি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে থাকছেন… আমি বলতে পারি, রোনালদো সত্যিই অসাধারণ। আমরা তার জন্য একটি বিশেষ ক্যারেক্টার তৈরি করেছি।’ রোনালদোর সঙ্গে ছবি শেয়ার করেও তার উচ্ছ্বাস ছাপিয়ে গেছে।
সামাজিক মাধ্যমে রোনালদো নিজেই জানিয়েছেন, ‘এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসার নতুন দিকের ভেঞ্চারে এগিয়ে যাচ্ছি।’
সত্যিই যদি রোনালদো সিনেমায় হাজির হন, তবে তিনি প্রথম ফুটবলার হবেন না যিনি হলিউডে পা রেখেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা ভিনি জোন্স বহু সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘স্ল্যাচ’, ‘লক এন্ড স্টক’ এবং ‘টু স্মোকিং ব্যারেলস’। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনাও চলচ্চিত্রে পা রেখেছেন। এছাড়াও রোনালদো নিজেও ২০১৮ সালে অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রাইকার ফোর্স ৭’-এ প্রযোজক ও ভয়েস কনট্রিবিউটরের ভূমিকায় ছিলেন।
ফুটবলের বাইরে রোনালদো অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়েই নিয়মিত ভাবেন। ৪০ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি’অর বিজেতা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসা এবং বিনিয়োগে নিজেকে যুক্ত করেছেন।