লাক্স সুপারস্টার, মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দীর্ঘ সময় পর নতুন একটি সিনেমায় নাম লেখালেন। এটি পরিচালনা করছেন কাজী আসাদ, প্রযোজনায় আছে চরকি। ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সাক্ষর করেন তিনি। তবে সিনেমাটির নাম এখনও চুড়ান্ত হয়নি। চরকির এই নতুন সিনেমার গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু। চিত্রনাট্য তৈরি করেছেন আসাদুজ্জামান আবীর।
নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘ চরকির কাজ সব সময়ই বেশ গোছানো থাকে। আর পরিচালক কাজী আসাদও বেশ ভালো কাজ করেন। আশা করছি সিনেমাটি দর্শকের জন্য বেশ উপভোগ্য হবে।’
মিম আর বলেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি কম কাজ করছি কেনো। আসলে মনের মতো কাজ না হলেই ফিরিয়ে দেই। যেসব কাজ পরিকল্পনার সঙ্গে মিলে যায়, সেসব কাজে যুক্ত হচ্ছি। যেমন চরকির এই সিনেমাটি।’
এদিকে অন্য আরেকটি সিনেমায় অভিনয়ের গুঞ্জন রয়েছে মিমের। সেটির পরিচালক সাইফ চন্দন। সিনেমাটির প্রধান চরিত্রে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।