মেধাবী তরুণ চলচ্চিত্র নির্মাতা তানিম নূর নির্মাণ করছেন তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ গল্প অবলম্বনে সিনেমাটি তৈরী করা হয়েছে। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। সেই শুভক্ষণে সিনেমাটির অভিনয়শিল্পীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
সিনেমাটির খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি মহরত অনুষ্ঠানে এই সিনেমায় অভিনয় করার পেছনের গল্প বলেছেন। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘বনলতা এক্সপ্রেস সিনেমাটির স্ক্রিপ্ট এবং আমার চরিত্রটি সম্পর্কে ধারণা পাওয়ার পর আমার মেয়ে সায়রার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। আমার মেয়েই সর্বপ্রথম সিনেমাটিতে অভিনয়ের জন্য উৎসাহিত করে। পরিচালক তানিমও আমার মেয়ের প্রিয় পরিচালক। মেয়ের যুক্তি হলো, আমি নাকি সিনেমায় সব সময় সিরিয়াস চরিত্রেই অভিনয় করি। এই চরিত্রটি সেসব থেকে আলাদা।’
বাঁধন আরও বলেন, ‘সিনেমাটির গল্প হুমায়ূন আহমেদ স্যারের। তাছাড়া হুমায়ূন স্যার সব সময়ই আমার প্রিয় ব্যক্তিত্ব। আসলে স্যারের জন্যই আমি লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম। পরে স্যারের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। অনেকদিন পর সেই ফিল পাচ্ছি।’
এই সিনেমায় বাঁধনের সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ প্রমুখ।
হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ-এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এদিকে বাঁধন আরেকটি সিনেমায়ও অভিনয় করেছেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। পরিচালনা করেছেন রুবাইয়াৎ হোসেমন।
অভিনেত্রী বাঁধনের সিনেমায় সেরা কাজ হলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত সিনেমা ‘রেহেন মরিয়ম নূর’। এটি ফ্র্যান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।