বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে কলকাতার সংগীত শিল্পী কবীর সুমন খুব পরিচিত। তার গানের ভক্ত সংখ্যাও অনেক এখানে। তাই তো বাংলাদেশের যে কোনো কাজ কিংবা আয়োজনে কবীর সুমনের নাম উচ্চারিত হলেই সবার নজর সেদিকেই স্থির হয়।
তেমনই একটি খবরে বাংলাদেশের সংগীতপ্রেমীরা নড়েচড়ে বসেছেন। কবীর সুমন ঢালিউডের সিনেমার জন্য গান তৈরী করেছেন। এই খবরের কারণে তিনি আবারও বাংলাদেশে প্রাসঙ্গিক হয়েছেন।
সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে টানা তিনদিন ঢাকায় লাইভ অনুষ্ঠানে গান শুনিয়ে গেছেন। এরপর আর এদেশে দেখা যায় নি এই গুণী সংগীতজ্ঞকে।
এবার বাংলাদেশী সিনেমায় গান লিখে শ্রোতাদের আগ্রহে আসলেন তিনি। ‘ঝামেলা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন ইয়মিন এলান।
এই সিনেমায় কবীর সুমন ৩টি গান লিখেছেন। পাশাপাশি গানগুলোর সুরও তার করা। তবে ৩টি গানের সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। গান তিনটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
গানের কারণেই হয়তো সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন কবীর সুমনের ভক্তরা, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।