পেশাগত অথবা ব্যক্তিগত জীবন, সুখবর যে কোনো মাধ্যম থেকেই আসতে পারে। আর কোনো সুন্দর খবর ফুলের মতোই সৌরভ ছড়ায়।
বলিউড অভিনেত্রী সোনম কাপুরও জীবনের সুন্দর এক মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় আছেন। বয়স ৪০ হলেও সফলতা থেমে থাকেনা। সোনম কাপুর অবশ্য অভিনয়ে কোনো সফলতা প্রত্যাশা করছেন না এই সময়ে।
নিজের দিকেই সব খেয়াল তার। কারণ তিনি আবার মা হচ্ছেন। ১৯ জানুয়ারি ইনস্টাগ্রামে নিজের জীবনের এই খুশির খবর জানিয়েছেন একটি ছবি পোস্ট করেছেন সোনম। ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘মামাস ডে আউট’।
ক্যাপশনের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর সাহসী ও রাজকীয় ম্যাটারনিটি লুক।
২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম কাপুর। বর্তমানে তার বয়স তিন। তার মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য দ্বিতীয় সন্তান। এই কারণে সোনম কাপুরের সংসারে আনন্দের বন্যা বইছে।