চার মাস পর স্বর্ণের দাম রেকর্ড, রুপার দামও সর্বোচ্চ স্তরে।
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১:২৩:৩৮
সোমবার (১ সেপ্টেম্বর) চার মাসের বেশি সময় পর স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর ঘোষণা দেওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি, গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম প্রতি আউন্সে ৪০ ডলার বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৩,৪৭৫.৭২ ডলারে পৌঁছেছে, যা ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৩,৫৪৬.৭০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে স্পট রুপার দাম ১.৬ শতাংশ বেড়ে ৪০.৩১ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ছিল।
সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানান, ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলির মন্তব্য ও মার্কিন ব্যক্তিগত খরচের তথ্যের প্রভাব বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এছাড়া, ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষণার ফলে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মার্কিন ব্যাংকের ছুটির কারণে তারল্যের ওঠানামার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার বাজারে।