পরিবারের আর্তি ‘আমরা বিচার চাই’, তদন্তে গড়িমসি ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম
প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১০:০২:১৯
রাজধানীর উপকণ্ঠের একটি গ্রামে ছয় বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার পর কেটে গেছে দুই সপ্তাহ। কিন্তু এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি কোনো সন্দেহভাজন, নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। তদন্তে পুলিশের গড়িমসি এবং তথ্যসংগ্রহে ঢিলেঢালা আচরণ নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা ও নিহত শিশুর পরিবার।
ঘটনার পটভূমি
গত ১৫ জুন বিকেলে নিখোঁজ হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশুটি। পরদিন সকালে গ্রামের একটি পুকুরপাড়ে তার মরদেহ অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে।
শিশুর পরিবার জানিয়েছে,
আমরা শুরুতে থানায় গেলে তারা ‘সম্ভবত দুর্ঘটনা’ বলে মামলা নিতে গড়িমসি করে। পরে গণমাধ্যমে সংবাদ হলে তারা মামলা নেয়, কিন্তু এখনো কোনো তদন্ত অগ্রগতি নেই।
তদন্তের অবস্থান
স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, তারা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো নিশ্চিত কোনো ক্লু মেলেনি। তবে সংশ্লিষ্ট থানার ওসি বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছি। কিছু আলামত সংগ্রহ করেছি। আশা করছি শিগগিরই অগ্রগতি হবে।” তবে এলাকাবাসী ও শিশুর আত্মীয়রা বলছেন, তদন্ত প্রক্রিয়ায় কোনো গতি নেই, তেমন করে কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করতেও দেখা যাচ্ছে না।
জনমনে উদ্বেগ ও প্রতিবাদ
ঘটনার ১০ দিন পর এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয়রা বলেন,
একটি ছোট শিশুর মৃত্যুতে পুলিশ যদি দ্রুত বিচার নিশ্চিতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় হতাশা প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।