সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
| ৩ অগ্রহায়ণ ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।
জানা গেছে, শাহবাগ থানার দক্ষিণ পাশের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবির হাটে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।