নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি যখন যত মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছি সব জায়গায় দুর্নীতির মহাসাগর ছিল। এটাকে রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়।
তিনি বলেন, ‘অনেক মাফিয়া তাড়ানো হয়েছে। যদিও এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।’
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এই ভঙ্গুর পরিস্থিতিতে সরকারের দায়িত্ব পালন করা বেশ টাফ। এই পরিস্থিতিতে এত অল্প সময়ে সবার চাহিদামতো রিফর্ম করা সম্ভব নয়। এছাড়া কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফ্যাসিবাদের দোসরের ট্যাগ দিয়ে দেয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যে লেবার অ্যাক্ট হয়েছে সেটা অনেক বড় অর্জন। অনেক কিছু হয়নি সেটার কারণ হচ্ছে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণে। আমাদের পোর্টে অলরেডি এক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট এসেছে।’
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘কমিশন এ আইনের খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে। এ ছাড়া স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দেওয়া হয়েছে। এর বদলে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিলকেই পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’