প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩:০৪
রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হলেন তারেক রহমান। দীর্ঘ দেড় বছর নির্বাসিত থাকার পর স্বশরীরে লাখ লাখ নেতাকর্মীর মাঝে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত হয়ে হাত নাড়িয়ে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের অভিবাদন জানান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা শেষে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
পরে আগে থেকে প্রস্তুত রাখা লাল সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে ৩০০ ফুটের উদ্দেশে রওনা দেন। এ সময় রাস্তার দুপাশে লাখো নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় জমান। তিনিও বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাদের সালাম দেন।
৩০০ ফিটের সেই অনুষ্ঠান হবে খুবই সংক্ষিপ্ত। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এভারকেয়ার থেকে পরে তারেক রহমান যাবেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়।
গণসংবর্ধনা মঞ্চ ঘিরে এরই মধ্যে পূর্বাচল ও এর আশেপাশের এলাকা জনারণ্যে পরিণত হয়েছে। যদিও খুব কম সময়ের জন্য এখানে অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন এখানে তারেক রহমান ছাড়া আর কোনো দ্বিতীয় বক্তা থাকবেন না।
সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করেই অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তার।