বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেনের (৫৬) মৃত্যু হয়েছে। নিহত নিরব হোসেন দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার জানাজার সময় সংসদ ভবন এলাকায় অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিরব হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মতিউর রহমান মিয়ার সন্তান এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বড় ভাই মো. বাহাদুর হোসেন বর্তমানে দৈনিক জনকণ্ঠের পরিবহন শাখার এজিএম হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্র জানায়, নিরব হোসেন এক বন্ধুকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় যান। সেখানে অতিরিক্ত ভিড়ের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত উদ্ধার করার আগেই মৃত্যুবরণ করেন।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নাহিয়ান জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। দেশে ফিরে আসলেও পুরোপুরি সুস্থ হননি এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মজীবনে মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরের বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীরা তাকে দায়িত্বশীল, সৎ ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে স্মরণ করছেন।