মালয়েশিয়ায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও ইউএনএইচসিআর কার্ডকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে অবৈধভাবে যানবাহন চালানোর অভিযোগে ১০ বাংলাদেশিসহ মোট ৫৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের সেতিয়াওয়াংসা, ওয়াংসা মাজু, সেতাপাক ও গোম্বাক এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুর জেপিজের পরিচালক হামিদি আদম জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে ৩২৩টি যানবাহন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৮৩টি মামলা করা হয় ও ৫৮টি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ যানবাহনের মধ্যে রয়েছে ৫২টি মোটরসাইকেল, ৩টি আবর্জনা ফেলার লরি, ৫টি পণ্যবাহী যান ও ১টি প্রাইভেটকার।
আটক ৫৮ জন বিদেশি নাগরিকের মধ্যে বাংলাদেশি ১০, পাকিস্তানি ১৫ জন, ভারতীয় ১৩, ইন্দোনেশীয় ১১, মিয়ানমারের ৮ ও ১ জন ফিলিস্তিনির নাগরিক রয়েছে।
অভিযানে মোট ১১১টি ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধ শনাক্ত করা হয়েছে। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে রোড ট্যাক্স বিহীন ৭৫টি, বিমা (ইন্স্যুরেন্স) বিহীন ৬১টি, যানের অপব্যবহার ১৪টি ও ভোকেশনাল লাইসেন্সবিহীন ১০টি।