কড়াইলবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের এলাকার সন্তান। বিপদে-আপদে যতটুকু পারি নিজের সাধ্যমতো আমি আপনাদের পক্ষে থাকবো। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এমন আশ্বাস দেন।
তারেক রহমান বলেন, দালানে থাকা সন্তানদের মতো কড়াইল বস্তিবাসীদের সন্তানেরা সমান সুযোগ-সুবিধা পাবে। তারা শিক্ষা ব্যবস্থা, খেলাধুলা ও বিদেশি ভাষা বলতে শিখবে। আমরা চাই একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায়। আল্লাহ যদি রহমত করেন, সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।
তিনি আরও বলেন, এখানকার মানুষেরা থাকার কষ্ট করেন। সেই কষ্টটি ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যেই মানুষগুলো থাকেন, তাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো। এগুলো তাদের নামে দিতে চাই। এখানকার বসবাস করা মানুষদের কাছে এগুলো হস্তান্তর করতে চাই। যাতে করে এই ঢাকা শহরের মতো জায়গায়, এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। বাচ্চাদের জন্য শুধু স্কুলের গঠন করবো তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থা করবো।
তারেক রহমান উল্লেখ করে বলেন, বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কড়াইলবাসীদের চিকিৎসাক্ষেত্রে যাতে সমস্যা না হয়, যাতে দূর হাসপাতালে যেতে না হয়, এই এলাকার মধ্যেই ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কেউ যদি জোর করে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল নিয়ে থাকে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দেবেন।
নারীদের অর্থনৈতিক সচ্ছলতার বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, মা-বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা তাদের অর্থনৈতিকভাবেও সচ্ছল করতে চাই। সে জন্য মা-বোনদের কাছে আমরা ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চাই।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।