রাশিয়াসহ চারটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তাদের আলাদা আলাদা বৈঠক হয়।
মঙ্গলবার দুপুরে সাক্ষাতে আসেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। বিএনপি জানায়, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহদী আমিন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এসময় উপস্থিত ছিলেন।
এরপর সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।