ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এ সমালোচনা করেন। একই সঙ্গে ওই বক্তব্য নিয়ে সিইসির ব্যাখ্যাও দাবি করেছেন তিনি।
শফিকুর রহমান বলেন, 'তার (শরিফ ওসমান হাদি) ওপরে এই বেদনাদায়ক কাপুরুষোচিত আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে।'
তিনি আরও বলেন, 'এমনই প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে, বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান, তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে।'
বক্তব্যের বিষয়ে সিইসির ব্যাখ্যা দাবি করে জামায়াতে ইসলামীর আমির বলেন, 'আমি তাকে (সিইসিকে) বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্যে যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি যে সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এটা আপনাকেই প্রমাণ করতে হবে।'