আপডেট :
২৫ ডিসেম্বর ২০২৫, ৪:১৪:১২
নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটের বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বতিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।
এর আগে বক্তব্যের শুরুতে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। দীর্ঘ দেড় বছর নির্বাসিত থাকার পর স্বশরীরে লাখ লাখ নেতাকর্মীর মাঝে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত হয়ে হাত নাড়িয়ে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের অভিবাদন জানান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা শেষে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।